- মণি জুয়েল(Moni Jewel)


উত্থাল জোয়ার তুলে দিয়ে, দাঁড়িয়ে থেকে থেকে
ওভাবে আর তাকিও না, প্লিস
তোমার বৃত্তাকার অধরাষ্ঠের কোমস মাদকতায়
আমি ভিজে যাচ্ছি
খেলে যাচ্ছে অঙ্গ কাঁপানো তরঙ্গে
ঠিক যেমন, চাঁদের সম্ভুগে চৌম্বকত্বে জোয়ার
ভাসতে ভাসতে তুমি আমায় আর ভাসিও না,
কাম অন্, আরও কাছে এসো, ওহ্ মাই লভ্
আজ এক হয়ে দুই'য়ে দুই মিশে গিয়ে-


এক হয়ে যায় দুইজনই দুইজনের দু'জনাই!


ভিজেই যাক না এ' সুসজ্জিত বিছানা
এলোমেলো হয়তো হয়েই যাবে, ছোটখাটো।
নতুন ফসল ফলে সবুজ হবেই এ' মাটি ঠিক!
ক্লান্তির শেষে খেলে যাবে হেসে, শান্ত বাতাস!
অতঃপর হৃদয় ভরে, সবুজ বুকে
হাসবো ও ভাসবো
কখনো আঁধার', কখনো অগ্নি', কখনো তোমার
আদুরেআদরে নীলজোছনায়
ঘুরেই যাবো তুমি আমি মিলে, সৃষ্টি প্রেমে প্রেমে।


****01.12.2017-ধুলিয়ান- 12:25AM****