আহ্ কি অদ্ভুত রকমভাবে আমি তোমাতে ভুগছি
এটা অসুখ?
ওরা ঘাস কাটছে,
কিন্তু আমার তোমাকে মনে পড়ছে
বিস্তৃত অনাবাদি সবুজ ভূমি
ভিজে আছে -
মধ্যভাগ, বর্ষার জলে
বুঝতে পারছো কি, আমি কি বলছি??
বর্ষার এ ঘন বৈকালে
আমি দেখছি...
আমার চোখে ভাসছো তুমি।
কবরের কথা; ভীষণই মনে পড়ছে
ওরা ঘাস কাটছে,
কিন্তু, আমি?
আমি ওই তৃণছায় কবরে কতবার ডুবতে চেয়েছি
চেয়েছি ভূমধ্য সাগরের শ্বেতপদ্ম ঘাসে ঢেকে থাক@মণি জুয়েল
বাহ! দারুন জীবনমুখী কবিতা ভীষণ ভালো লাগলো প্রিয় কবি। ভালো থাকুন সুস্থ থাকুন এই দুঃসময়ে
মনে বেশ দাগ কাটল।অনন্য।
কি লিখবো,
অনন্য কবিতায় মুগ্ধ!!
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।