ছুঁইয়ে দাও অষ্টঅঙ্গ
- মণি জুয়েল Moni Jewel


এখনই সীমান্ত না, ও মাই লাভ, ওহ্ মণি-
এ তো সীমানা।
এই তো জাগছে সবে..
আরো নিচে, আরো নিচে, আরো...
সদ্যপ্রস্ফুটিত রক্তিম-অধর না,
আরোহণ করে; তালুবন্দি ওই-
স্ফীত-সুউচ্চোন্নত ভূ-অঙ্গ না-


আরো নিচে সীমান্ত ঠিকানা২


নত হও প্লিস, নেমেই যাওনা-
নিম্ন-দেশে। ঠিক পেয়ে যাবেই
চিরপ্রবহ-অতলান্ত'এর ঠিকানা,
ছুঁইয়ে দাও অষ্টঅঙ্গ, ধারণ করো...
প্রান্ত'রা ছুঁ'ক ভূ তলে।
ওই তো ঠিকানা!
যেখানে অন্ত'রা শেষ মিশে যায়, ওহ্ মণি..


×××20.11.2018-ধুলিয়ান-06:48PM×××


#সেজদা


।রক্তিম-অধর= সকালের সূর্য(যা তার তেজের কারণে মানুষের ধারণক্ষমতার বাইরে)।
।আরোহণ করে; তালুবন্দি ওই-
স্ফীত সুউচ্চোন্নত ভূ-অঙ্গ না= পর্বতের শিখরের কথা বলা হচ্ছে।
।অষ্টঅঙ্গ= কপাল, নাকের ডগা, দুহাতের তালু, দুহাঁটু, দুপা'র আঙুলের ডগা(অন্য ব্যাখ্যাও আছে)।