চিৎকার শ্মশান থেকে
- মণি জুয়েল(Moni Jewel)


শ্মশানে বসে আছি, কবরস্থান খুব বেশী দুরে নয়
দেখতেই পাচ্ছি।
বুঝতে পারছি না, তা নয়
মৃত্যুপুরীতে বসে লাভ নেই চিল্লে-টিল্লে
কিন্তু..কথা? পাহাড়, জমে উঠছে যেন
ঠিক যেমন, নতুন_কবরের-চাঁদোয়া
এগিয়ে যাচ্ছে দু'কানে ইয়ার-ফোন
গুঁজে আমারই প্রজন্ম
চ্যাঁচিয়ে' গেলেও শুনতে পাবে না


কেই বা শোনে আধার শ্মশানে২


ফেটে বার হতে চাচ্ছি, পারছি না
ওহ...আর পারছি না
মৃত্যুপট্টিতে বসে বসে মৃত্যুর দর্শন
থেকে থেকে মরে যাচ্ছি, মরে যাচ্ছি!
ক্রমে...ক্রমে শিশু'রা মরে যায় যেমন
বাপমায়ের হাত ধরে ইজম"এর ছায়ায়
পূর্বজের বিশ্বাসে অবিশ্বাসে
শিক্ষায় সংস্কারে।
কেউ আছো কি, ব্যক্তি, শোনো..শ্মশান দুরে নয়


×××12.05.2018- ধুলিয়ান -03:05AM×××