- মণি জুয়েল (Moni Jewel)


এসো আজ একদমই কিছু করবো না, কিছুই না
আদুরে আদরে টেনে নেবো না বুকে
আঁকবো না কপালে চুম্বন
ভিজবো না তোমার পাপড়ির মতো ঠোঁটে,
ভেজাবোও না!
চলে যাবে না বেখেয়ালি হাত সীমাহীন প্রান্তে!


এসো, ভেসে যাই হারিয়ে যেতে
ভেজা পেপে পাতাগুলো বাতাসে দুলুক
অথবা
ভেসে যাক বাতাসে ঝরে পড়া নীমপাতাগুলো
হতে দাও সব, হয়ে যাক নিয়ম মেনে।
আমাকে হারাতে দাও।


আমাকে হারাতে দাও-
তোমার চোখের ও' সম্মোহনী চাকায়।
অপলকে পলকে হারিয়েই যেতে দাও আমায়,
অথবা
ভুলে যেতে দাও পৃথ্বী হারিয়ে দিয়ে হোঁশ
আমি পেতে চাই, হারিয়ে, নিজে!


জ্বালিয়ে দাও না আগুনে সব, আমার শরীর!
হোক রৌরব।
যেমন চিমনি বেয়ে উড়ে যায় শূন্যে বাষ্প,
উবে যেতেই দাও তেমনই!
দেখবো নিজেকে বসে থেকে থেকে
আজ আমি করবো না কিছুই, একদম কিছুই না।


****22.07.2017-Dhuliyan-06:15PM****