ডানা ঝাপটে উড়ে যাচ্ছে পাখি
- মণি জুয়েল(Moni Jewel)


কাছের লালতারা'টা বেশ টগ্বগ করে জ্বলছে।
মেঘে আচ্ছন্ন পুর্বাকাশ
স্বাভাবিকভাবেই আকাশ মুক্ত না।
তবুও কিছু গ্রহ, আর টিমটিমে নক্ষত্রে
বহন করে যাচ্ছে দিবসের আকাঙ্খা
বড্ড গুমোট এক বিরক্তিকর সময়
টের পাচ্ছি ভ্যাপসাগন্ধ' আশপাশে
কোথাও কেউই জেগে নেই এখন
ঘুম ভেঙে গেছে কাঁদছে...শৈশব


কারও কোনও মাথা ব্যথা নেই!২


আচ্ছন্ন সবাই সুখের স্বপ্ন তন্দ্রায়
ডানা ঝাপটে উড়ে-যাচ্ছে...পাখি
কবরস্থানের শেয়ালের দাপট বেশ
সড়া মরা লাশ তুলে এনে হুক্কাহুয়া
দুর-আকাশে ভাসিয়ে দিয়ে বাতাসে
বহাল রেখেছে মরে যাওয়া পঁচা-গন্ধে
বৈভব-নৃত্যে, পাশবিয়-উল্লাস।
নিদ্রায় সব হয়েছে শব
বোর্ডে'র লাল-ইন্ডিকেটর'টা টিমটিম জ্বলছে।


×××09.Jul.2018-Dhliyan-12:50AM×××


×××"বৈভব-নৃত্যে" এ লেখার বক্তব্যের বিচারে "বৈভব" শব্দটি প্রয়োগ করা ঠিক হয়েছে কি না, পাঠক-পাঠিকার বিশেষ মতামত পেতে চাচ্ছি×××