- মণি জুয়েল(Moni Jewel)


এখন কোনো আভরণ নেই কোনো পরদা নেই!
খসে গেছে সব প্রাবরণ
শুধু জোছনার নেশায় আচ্ছন্ন
আলতো লজ্জামাখা তুমি, লিপ্সু_মধ্যরাত্রে
দেখছি, আচ্ছন্ন আমি'ও, তোমার_নেশায়
কেবলই তোমাকে, যেমন কবি দেখে!
খোলামেলা শরীরে, সুডৌল-প্রসূন, বৃন্ত
নিচে ভিজে গেছে সবই,নিশির শিশিরে
কোনো কোলাহল নেই, অস্ফুটে শুধুই


শিৎকার, কোন ভাষা নেই শুধু্ উচ্চার


টিপ টিপ টিপ অনিবার, ঝরেই যাচ্ছে!
শব্দময় উদ্দামতা বুকে ধরে, নিরবতায়  
সেই স্রবণের, মগ্নতায়, ভিজতে ভিজতে
দাঁড়িয়েই আছি, বিস্ময় নিয়ে চোখে!
জানি, কিছু পরে, সাদা-সাদা ভেসে যাবে
নীলসীমানায়।সাথে ভাসিয়ে প্রণয়ী আমায়।
অতঃপর... শুধুই কালের বদল
ফেরও নতুন রূপে তুমিই
সবুজ পর্ণে সেজে, ফেরও সবুজ করবে এ মন।


×××24.03.2018 -ধুলিয়ান- 09:45PM×××