না না খুব বেশিদূর দেখাতে যাবো না, এখন
গাঢ় বিশৃঙ্খলে
কোত্থাও শৃঙ্খলই নেই
চল, ওই পুকুরপাড়ে গিয়েই বসি।
বেশি পারবেও-না যেতে
পশ্চিমপাড়ের
ওরা;জাল ফেলেছে
পূর্বে, জানালায় বসে আমি দেখছি
ছট-ফট করে যাচ্ছে...
সংকট, প্রাণের।
তুমি ওই বিবাদ' জানতে-
যে বিবাদে মাছ শব হয়ে ভাসছে,
বাকিদের নিস্তার নেই,
প্রাণবন্দী জালে?
জেনো, ওসব ইতিহাসই জানার সময় এখন
দেখতে পাচ্ছো, যাবে, দেখবে[email protected]মণি জুয়েল
খুব সুন্দর কাব্য!
এমন না দেখাই ভালো। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
কবি অসাধারণ দুর্দান্ত লিখা পাঠে বেশ ভালো লাগল মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।
অভিভূত হলাম। আপনার লেখাগুলো ভিন্নতা রয়েছে, ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকে প্রকাশ, ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন শ্রদ্ধােয় কবি। শুভকামনা অবিরত।
পশ্চিমপাড়ার জাল ফেলার ইতিহাস
খুবই অমানবিক, জিঘাংসার!
তারই ফলশ্রুিতিতে
মাছে হয়েছে
শব!
অনন্য কাব্যিকতায় বিমোহিত হলাম।
শুভ কামনা রইল প্রিয় কবি।
সুন্দর কবিতায় এক রাশ মুগ্ধতা রেখে গেলাম।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
রূপকে, সুন্দর কাব্য প্রকাশ , মুগ্ধ ।
অশেষ শুভকামনা জানাই প্রিয়কবিকে ,ভাল থাকুন সদা ।
খুব সুন্দর লেখা........
চলমান সময়ের প্রেক্ষাপটে রূপকে দুর্দান্ত জীবনমুখী কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।