- মণি জুয়েল(Moni Jewel)


অনেকদিন সান্ধ্য মৃদু মগ্নতায় হারাতে পারি না
বিছানায় শুয়ে থেকে থেকে
খেয়ালী খেয়ালে অনেকগুলোদিন...
আনমনে মন, হারিয়ে যায় নি, ফ্যানের শব্দে
চেয়ে থেকে থেকে হলুদ রঙের সিলিংএ
অনেকদিন...
ওই দুরে কাঁকুড়িয়ামোড়ে নয়নদের বাড়ির
গম পেশানো,
মিলের চিমনির মাথায় আঁটকানো ঘটির


ওহ্ মোহময় সে ভট ভট.. খট খট শব্দ!


দুরে মাঠ শেষে রেললাইনে ছুটে চলেছে
লোকাল ট্রেন,
ছুটে চলেছে আমার মনও শব্দে ছন্দে ছন্দে
অনেকদিন...
অনেকদিন, পারি নি ওমন জীবন্ত স্বপ্নে!
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়
কতদিন যে এখানে মৃদু সন্ধ্যা হয় নি!
গেরুয়া ধ্বান্তে, গেরুয়া রঙের
ভয়াল আবহে, মনে মনে মনের সংঘর্ষ চলছে...


**** 25.10.17- ধুলিয়ান- 05:15PM***