- মণি জুয়েল(Moni Jewel)


পাড়াটা এখন অনেকটা শান্ত, শব্দের কোলাহল
যথেষ্টই কম এখন,
নিদ্রালু দ্বিপ্রহর এখন সম্মোহনী শব্দের তরঙ্গে!
দুর থেকে ভেসে আসছে-
মাইকের শব্দে মৌলানার শুক্রবারের বক্তব্য,
কাঁ কাঁ রবে ওই দুরে ফাঁকা মাঠে
বিলেতি শিমুল গাছে বসে থাকা কাকদুটি
ডেকে যাচ্ছে অনেকক্ষণ...


কি জানি, কি পেতে চায়, কিসের আশায়


এখনি স্নান সেরে নেওয়া
পড়শি বাড়ির শিশুগুলো, বিস্ময়ে দেখছে-
বিস্ময়! স্রোতানুকূল অনুগ্রাহক!
শেষবারের মতো শীষদুই দিয়ে থেমে গেলো
গৃহীনির প্রেশার কুকার
নড়ে চড়ে উঠেও শুয়ে গেলো ফের, হাই তুলে
কার্তীকের রোদ্দুরে-
শুয়ে থাকা বিড়াল'টি। স্নানের শব্দ শোনা যাচ্ছে!


****03.11.17-Dhuliyan-12:45PM****