দুপুরে কাঁপতে কাঁপতে
- মণি জুয়েল Moni Jewel
ভীষণ রকম চান ইচ্ছে হয়েছে আমার
ওহ্
ওই দ্যু... এবার উন্মুক্ত হোক।
মেখে নিই' জমা যত উষ্ণতা
আমি নেমে যাই ওই জলে
ওই যে
নিচে নদী বইছে-
ভূ দেহ চিরে।
সবুজ'তৃণ পাড়ে-
ওই যে
নেমে যাওয়ার প থ, জলে-
নেমে যেতে দাও, চান' করি।
উষ্ণতায়, এ শরীর, তপ্ত হোক।
আহ্
ভীষণ রকমে'র কাঁপুনি দিচ্ছে' আমার।
×।।দ্যু=আকাশ।।×।।উষ্ণতায়= রৌদ্রে।।×
।(অন্য নামে FBতে পোস্ট করেছিলাম)।
দারুণ সুন্দর অভিব্যক্তি
মুগ্ধ হলাম পাঠে, দারুন লাগলো
অপূর্ব উপলব্ধির আলোড়ন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
বাহ অভিনব ভাবনা । রক্তিম শুভেচ্ছা...
ভাবার্থের ঘুরপ্যাঁচে অর্থ নানা , মুগ্ধ রূপকে ।
প্রিয় কবিরকে অশেষ অশেষ শুভকামনা, সাধুবাদ জানাই , ভাল থাকুন অহরহ ।
পারি দেবার সময় আগত,
দেখি তা কেমনে করে প্রতিহত।
শুভেচ্ছা অনন্ত।
চমৎকার সুন্দর প্রকাশ।। শুভেচ্ছা অনন্ত প্রিয় বরেণ্য কবি, ভালো থাকবেন সবসময়।