দুঃস্বপ্নে ঘুম থেকে জেগে
- মণি জুয়েল Moni Jewel
নাহ্ কেউই নেই। জানি শত চিল্লালেও জল পাবো না এখন।
আহ্ নেয়ে যাচ্ছি
ঘামে
ভিজে যাচ্ছে শরীর আমার।।
অ থ চ...ওরা, কয়েকজন অল্প মাত্র, জাদুগর!
এদিকে সবাই সবাই সব্বা-ই জাদুগ্রস্থ!
আঁধার' দশদিক কোন আলো নেই
ভীত সন্ত্রস্ত সব জাদু'বন্দি দশায়
অনেকেই মরে যাচ্ছে,ভয়েভয়ে
মৃত্যুর চি ৎ কা র আমি শুনছি
নিশ্চুপ হাসছে জাদুগর ওরা
খেয়াল করছে না,এটা কেউই!
চিল্লে জাগাবার চেষ্টা করছি খুব
কিন্তু শুন্ছে না পাচ্ছে না গ্রস্থতায়
তবু তবু গোঙাতেগোঙাতে চিল্লাছি...
চেতনে ফেরাতে। ফেরাতে স চে ত নে!
আধিপত্যের যাদুজাল এ। কিন্তু, কে'ই শোনার!
আহ্ কাঁপছে শরীর আমার
ত্রাসে
ঘুম ভেঙে গেছে-
খুউব তৃষ্ণা পেয়ে। জানি কেউই জেগে নেই, এখানে, এখন।
×××০৮.০৪.২০২০-ধুলিয়ান-০১:৩০এএম×××
#লিখছি_গভীররাতে_স্বপ্ন_দেখে_ভয়_পেয়ে_জেগে
খুব মন খারাপ করে তবু একটা সার্থক কবিতা বলে পড়তে খুব ভালো লাগে। শুভেচ্ছা।
দুর্দান্ত কাব্যিকতা।। দারুন ফুটিয়ে তুলেছেন যেন আমি নিজেই স্বপ্নে আছি।। চমৎকার প্রকাশ ।। অনন্য অনুভবের আলোড়ন কবিতায়।। ভিষণ ভালো লাগল।। অনন্ত শুভেচ্ছা রইল প্রিয় বরেণ্য কবি।। ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
এমন স্বপ্নকে যে লিখতে পারে...
স্বপ্ন তাকে আষ্টেপৃষ্ঠে বাঁধে।
শুভেচ্ছা অশেষ কবি ।
এমন কষ্টই হয় বুকচাপা স্বপ্নে। হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
গভীর অনুভূতির প্রকাশ...
অনন্যা...
সত্যিইতো বিশ্বটা এখন জাদুগ্রস্ত!
অথচ, আমরা আচ্ছন্ন হয়ে আছি আবেশে!
এখান থেকে মুক্তি পাবার চেতনা বঞ্চিত জনগণ!
দারুন লিখেছেন প্রিয় কবি,
শুভ কামনা রইল।
...বেশ অসাধারণ লেখা। আমার গুঙ্গি কবিতা ও তার আবৃত্তি শোনার আবেদন রইলো।
চারিদিকে সমগ্র বিশ্ব জুড়ে যা চলছে এর চেয়ে ভাল স্বপ্ন আর কি দেখা যেতে পারে! দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। শুভকামনা নিরন্তর।
খুব সুন্দর লিখলেন প্রিয় কবি, ভালো লাগলো
বাস্তব জীবন কথা স্বপ্নে আসা ।
সুন্দর শব্দ ব্যঞ্জনায় সঠিক প্রকাশ ।
মুগ্ধ, সুন্দর কাব্যে , অশেষ শুভেচ্ছা প্রিয়কবি ।
ভাল থাকুন সদা ।
"দুঃস্বপ্ন দেখে আতঙ্কে ,ভয়েতে শরীর কাঁপে ,
শরীর ঘেমে নেয়ে উঠে ,তৃষ্ণায় দারুণ চাপে ।"
ভালোলাগলো ,ভারী সুন্দর স্বপ্ন ।
প্রিয় কবিকে অনেক শুভেচ্ছা জানাই ।
ভালো থাকবেন ।
অসাধারণ ভাবনা ছোঁয়ায় অপূর্ব নিবেদন প্রিয় কবি,,বেশ লাগল,শুভকামনা নিরন্তর,
বাহ্
স্বপ্নে আজ আতঙ্কের দেশে...
জানি না কি হবে এর শেষে...
শুভেচ্ছা অশেষ অবশেষে...
খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।শুভেচ্ছা।
ঘুমের ঘরে স্বপ্নের প্রকাশ,,,,দারুন হয়েছে।