- মণি জুয়েল(Moni Jewel)


বাসস্ট্যান্ডে সেইদিন শুধুমাত্র সোহাগের ছোঁয়া নিয়ে,
তোমাকে ছেড়ে আসতে হয়েছিলো।
গমগমে, ভিড়ে ঠাঁসা, ওই স্টেটবাসটা, ধরে নিতে।
ফিরে আসতে-ই হয়েছিলো
শুধুমাত্র, তোমার কোমস ওই তালুর স্পর্শ নিয়ে।
কতগুলোদিন পরে দেখা হলো,
এক হলো চার চোখ, ভিজলাম দু'জন দুইজনে।
ভিজলাম চেনা জানা শরীরের গন্ধে,
অপলক পলকে, প্রতি নিঃশ্বাসে প্রতি প্রশ্বাসে।
অ থ চ...
কাঁপতে থাকা, অতৃপ্তি, অতৃপ্ত দুই অধর ওষ্ঠ...
তৃষ্ণার্ত!
তখন তোলা তোমার সে ছবিটা এখন দেখছি।
মনে পড়ছে, ঘেঁষাঘেষি বসাার কথা,
কান্না লুকোনো মুখের উপরে খেলা হাস্যময়তা।
দেখেই বোঝা যায়, হাসা হয়নি-
কতদিন। রেওয়াজ করা হয় নি পুলকে পুলকের!
জানো আজ  খুব মনে পড়ছে
বৃষ্টিতে ভেজা, সুভ্রতায় হাঁটা ও সীমাহীন নীলিমার
সম্ভোগে হারিয়ে যাওয়া, যেতে চাওয়া।
এবার দেখা হোক, হারিয়ে যাবো দুজন মিশে গিয়ে।


****18.09.2017 - ধুলিয়ান - 06:15 PM****