এগিয়ে যাও তাঁরই পথে ২
- মণি জুয়েল(Moni Jewel)


ক্বাবা গৃহ দেয়ালের কথা তুমি কি জানোনা!
তাদের রচনা
তাদেরই নি র্বা চনে
ঠাঁই পেয়ে যেতো সম্মানিত-দেয়ালে!
অথচ...সেগুলো নিছক'ই সাদামাটা,
নয়তো আলোকময় নয়!
এদের থেকে তুমি কি আশা করো
গুন'মানের বিচার? গুনহীন যারা!
জেনো সমৃদ্ধদৃষ্টিই সমৃদ্ধি দ্যাখে


রত্ন'র নূর কি বোঝে গোবেচারা


অতএব কোনো চাওয়া রেখোনা
তাদের থেকে অন্তঃদৃষ্টিহীন যারা
এগিয়ে চলো...রশ্মিময়-ঠিকানায়
আলোকময় সে সীমানা
নিশ্চয়'ই জীবন' সেইখানে অন্তহীন।
পার হয়ে গেছেন চির-প্রশংসিত'জন!-
নিজেরই স ম র্প নে
পরম দ্রষ্টায়!
তাঁরই পরবর্তী প্রজন্ম তুমি এ ভুলে যেওনা।


#তোমার সাথে কথা বলতে বলতে ২


×××11.08.2018-Dhuliyan-02:05PM×××


।।আমার এ লেখার প্রথম দুইলাইনে বলা কথাগুলো আরবি সাহিত্যের ইতিহাসে(মহম্মদ নবী'জ্বির সময়কালের আগে) পাবেন প্রিয় পাঠক-পাঠিকা। এ বিষয়ে আমারও একটা নিবন্ধ প্রকাশিত আছে। যাইহোক... সহজে জানতে আরবের বিখ্যাত কবি ইমরুল কায়েস'কে(জীবন, সময়, কাব্য) পড়তে পারেন।।