- মণি জুয়েল(Moni Jewel)


আঙুল, ঠোঁটে মুখে, পরণে, গা'র উপর থেকে নিচে
তখনও.. তোমার সোহাগের পরাগ লেগেই ছিলো
ঝেড়ে ফেলে, মুছে দিতে ইচ্ছেই করেনি মোটেও
আদরে ছুঁয়ে দেওয়া, মিলে মিশে যাওয়া
মাখো মাখো গন্ধ সাথে, আমি এগিয়েই যাচ্ছি
আহ্ প্রেম, সম্ভোগ, পরিমল আহা...
অন্যরা কতবারই বলেছে- ঝেড়ে মুছে দিতে
লোকের_কথায়, আমারও মাঝে মাঝে মন
চেয়েই যায়-
ফেলেই দিই ঝেড়ে- সমস্ত 'কোমস-পরশ'


কিন্তু মুছে দেবো বললে কি মুছতে পারি!


নাকি পেরেছে কেউ, সবই মুছে ফেলতে!


জানি না, তবে জানি,সবটাই মুছে যায় না
শত ঝেড়েও
লোকে দেখছে গতর বটে, অন্তর, কয়জনা
প্রতিদিন সাঁঝের আড্ডাতে সেই ছেলেটিকে
কতবারই না বকে থামিয়ে দিয়েছি
কিন্তু, কই...আমার-ই কি এখনও থামা হলো!
কাম মাখানো ঘন গোপন গন্ধ আজও
লেগেই আছে, নাকের ডগায়, যেমন লেগেছিলো
তোমার উদোম_আবাহনে, আমার ডুবে যাওয়ায়,
আমার সম্ভোগার্ত-শরীরে, তোমার এলিয়ে পড়া'য়।


**** 20.01.2018- ধুলিয়ান - 04:35PM ****