ইহদি না'স সিরাতাল মুস্তাকিম
- মণি জুয়েল(Moni Jewel)


প্লিস,আমায় কুলহীন কিনারাহীন করে দিও না
হারাতে দিও না ভ্রান্তির তরঙ্গে।
সম্ভোগের সে মোহনায় নিয়ে চলো আমায়
নদী যেখানে তার সীমানা পেয়ে যায়
আমায় হারিয়ে যেতে দিও না, তমসায়
ভুল পথে, পান্থ যেমন, পথ হারিয়ে
হারিয়ে যায়, চির-ঘন অন্ধকার' পথে
যেপথে আলোক শুধুই- আগুন
সকালের_নিশানা নয়।
সম্ভাবনা নেই যেখানে দিবালোকের
/                 /                 /
প্রণয়ীনি, ছড়িয়ে ওই দুবাহু তোমার
বুকে ডেকে নাও আমায়
সুনির্দিষ্ট তোমার সেই ঠিকানায়
অতঃপর...এগিয়ে যেতে থাকি আমি
অবিরাম..., অন্তহীন... সেই পথে!
যে পথে শুরু হয় রশ্মিময়_রমনীয়তার
সীমাহীন অতলান্তের সুখদ তরঙ্গের
ইহদি নাস সিরাতা'ল মুস্তাকিম, সিরাতাল্লা
জিনা আন্ আমতা আলাইহিম,
গয়রিল মাগদিবে আলাইহিম, ওয়ালাদদল্লিন।


×××10.04.2018-Dhuliyan-01:04AM×××


*প্রিয় পাঠক-পাঠিকা, আমার এ লেখার ভাবনা মহম্মদ(সঃ)এঁর ভাবনায় প্রভাবিত। শেষের আরবী কথাগুলোও তাঁরই মুখনিঃসৃত। জ্ঞানত কোনো বিকৃত ঘটাই নি। কোথাও ভুল হলে ভালোবেসে জানিয়ে দেবেন। প্রয়োজনে ভুলটা সংশোধন করে নেবো। বা লেখাটি মুছে দেবো। কিম্বা কতৃপক্ষ মুছে দিতে পারবেন এ লেখা। আমি হৃদয়ের বার্তা শুনে মহম্মদ নবীর প্রেমে এ লেখা লিখেছি মাত্র। সমস্ত কিছুর উৎসের কাছে নিবেদন হিসেবে, সমস্ত মানুষের হয়ে।