একবার ডানা মেলে দেখো
- মণি জুয়েল(Moni Jewel)


আসলে তুমি দেখো মাত্র, আসলে তো নীল নয়।
বলতেই পারো শূন্য
অপূর্ণ" কিন্তু মোটেও নয়
অতঃপর নীল' দেখে নিলে নিজের মতো
তারপর..ডানা মেলে ভাসতেই থাকলে
তাতে খুব স্বাভাবিকভাবে নিম্ন-দেশের
বহু কিছুই দেখতে পাওয়া যায়
কবুতর, চিল কিম্বা বাজ' এরা যেমন
কিন্তু, উপরে? ফাঁকা ছাড়া কিচ্ছু না!


জ্বলতেই আছে সূর্য, পুড়ে পুড়িয়ে২


তা বলে যে আর কিছু'ই নেই তা না
কিন্তু এটা ঠিক ততটাই সত্য, যেমন
পারা ততটা'ই যতটা ধরা যায়-
তার বেশি নয়,ঠিক তেমনটিই সম্ভার!
খুউব কাছে পৌঁছে জেনে নিতে চাইলে
উবে যাওয়া লাগে নিজের, শূন্য'র মতো
অপূর্ণ" কিন্তু মোটেও নয়!
বলতেই পারো ফাঁকা
ওহ্ ডিয়ার..সীমানাহীনতা কোনো পরিমাপ নয়।


××××20.06.2018-ধুলিয়ান-09:45PM××××