- মণি জুয়েল(Moni Jewel)


কাঁপতে কাঁপতে সবুজ পাতারা এখন দুমড়ে গেছে।
শুরু হয়েছে কোনো কোনো'টার ঝরে যেতে থাকা,
ঘন কুয়াশার দাপটে
ঝরে যাচ্ছে, একে একে প্রায় সবই
কোনওটা হলুদ হয়ে, কোনওটা বা' মুচড়ে গিয়ে
তবুও...আমি সম্ভাবনা দেখি, আশায় বুক বাঁধি
ওই যে দুরে মেহগনি, নিজেদের জানান দিয়ে
দাঁড়িয়ে'ই আছে দাপটে, মাথায় গজিয়ে লাল


কখনও কখনও হয়তো বা বিপক্ষীয় দাপটে-


দুলে যাচ্ছে ঢলে যাচ্ছে ঠিকই, তবুও আছে।


আমি জানি, ওরা কেউ-ই 'রসাল" নয়, কিন্তু
রসাল ঘাড়ে নিজে সাজানো পরগাছা তো নয়
পরগাছা যেমন, লোভ জাগিয়ে, শিশুদের মনে,
সেজে ওঠে বটে। কিন্তু... সুগন্ধী কোথায় তাতে?
যাক গে আশপাশে লিচুগাছগুলো
সাজতে শুরু করেছে,
সদ্য গজিয়ে, নতুন লাল। ফল তো ফলবেই বটে,
সেজে উঠবেই সবুজ বাগান, হয়তো বেশী, বা কম।


****10.01.2018-Dhuliyan- 01:25PM****