দুপুরে ছুটতে ছুটতে ভাবছি, যেন সামনেই জল
অর্থাৎ পানি।
কিন্তু না।এ আমার তৃষ্ণা।
ঠিক যেমনই পৌঁছুতে যাই, তেমনই-
সব উবে যায়। শুধুই আগুন...


ধূ ধূ..মরীচিকা
কিন্তু, আমার এই ঘাম?



ভিজে চুবে চৌচির সমগ্র জ্বলে যাচ্ছে



পুড়ে, ভিজে, ফিরলাম!
আগুনে নেয়ে!


হাওয়াই ভেসে যাচ্ছে তখন-
অষ্ট-পদের জাল, বিপ্লবের মতোনই...
লাল বারান্দার সিলিংএ!
ভ্রমে ভাসছি...
সর্বহারা দু চোখ ছাড়া, কোথাও দেখছি-না জল


এখন ভীষণ রাত হয়েছে@মণি জুয়েল