দুপুরে ছুটতে ছুটতে ভাবছি, যেন সামনেই জল
অর্থাৎ পানি।
কিন্তু না।এ আমার তৃষ্ণা।
ঠিক যেমনই পৌঁছুতে যাই, তেমনই-
সব উবে যায়। শুধুই আগুন...
ধূ ধূ..মরীচিকা
কিন্তু, আমার এই ঘাম?
ভিজে চুবে চৌচির সমগ্র জ্বলে যাচ্ছে
পুড়ে, ভিজে, ফিরলাম!
আগুনে নেয়ে!
হাওয়াই ভেসে যাচ্ছে তখন-
অষ্ট-পদের জাল, বিপ্লবের মতোনই...
লাল বারান্দার সিলিংএ!
ভ্রমে ভাসছি...
সর্বহারা দু চোখ ছাড়া, কোথাও দেখছি-না জল
এখন ভীষণ রাত হয়েছে@মণি জুয়েল
ভালো... কবি অনেক দিন পর পড়লাম !!
দারুন কাব্যিকতায় মানবতাবাদী ভাবনার অনবদ্য রূপক কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অনবদ্য মানবতাবাদী প্রকাশ। শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি।
অনন্য মানবতাবাদী কবিতা রচিত করলেন কবি, মুগ্ধতা রেখে গেলাম।
অভিনন্দন।
শৈল্পিক বিন্যাসে কবিতা অনন্য।
খুব ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
আমি মুগ্ধ হলাম পড়িয়া কবিতা খানি খুব ভালো লাগলো দোয়া রইলো আপনার প্রতি
অসাধারণ লিখেছেন।
ভালো লাগলো আপনার লেখা পড়ে। শুভ কামনা