- মণি জুয়েল(Moni Jewel)


ক্রমশঃই গাঢ় হয়ে আসছে রাত, বেখেয়ালি মন
ভুলে গেছে সীমানা, হারিয়ে কোথায়!
কোনো এক অন্তহীনতায়, খুব দুরে, খুউব দুরে
কিসের যেন একটা মায়াবী শব্দ
গুম..গুম বেজে'ই যাচ্ছে অনেকক্ষণ, অনেক...
শুনতেই আছি, শুনতেই আছি।
ঠিক এমনটা অনাহাত তো তখনই বাজতো
অদি, অদিতি
যখন তোমার দু'চোখের গহ্বরে সম্মোহিত
আমি, যখন হারিয়ে-
ক্রমে ডুবে যেতাম, নিষিক্ত অতলাষ্ঠে!


তবে কি এখনও আমি? খুঁজে চলেছি
নিজে হারিয়ে গিয়ে?
সন সন..এতো আওয়াজ কিসের, অদিতি?
তবে কি আমি
খুঁজে ফিরছি তোমায় সীমাহীন এ শুন্যতায়?
এতো কেন, এতো এতো কেন!
কতবার না যাওয়া আসা হয়ে গেছে, অনেক!
তবুও যেন একটা মায়াময় টান
অনন্ত এই শুন্যতায়। জানি, ফের যাবেই ফিরে
ভুলে গিয়ে ঠিকানা, হারিয়ে কোথায়!
আর শুরু থেকে আমি, খুঁজেই ফিরবো, শেষেও।


****24.08.2017-ধুলিয়ান-01:00AM****