এই যে এত বঞ্চনা, এতো এতো অন্তহীন যন্ত্রনা
এতো অপেক্ষা
ঠি..ক বিস্ফোরণ হবে
ভিজে যাবে। ভিজেই যাবে সীমানা
কিছু' না; জমে সব'ই আছে
মুখোমুখি হবে।
হতে-ই হবে, তোমাকে!
তন্দ্রাচ্ছন্ন; তুমি কি ভাবছো, জেগে নেই?
ঢাকতে চাও আমাকে!
তুমি কি পারবে?
অভ্যন্তরে সবই জমে আছে,
ভিজে যাবে। ভিজিয়ে তিন সীমানা
বিস্ফোরণ, ঠিকই হবে।
কেঁপে উঠবে!
জাগবেই নদী-পারের ঘন ঘাসে সবুজের জমানা।
এসো, প্রস্তুত হয়ে নাও@মণি জুয়েল
অসাধারণ বিদ্রোহী প্রকাশ। শুভেচ্ছা সতত প্রিয় কবি।
অনবদ্য রূপকের ইঙ্গিতে সতর্ক হতে হবে সবাইকে!
দারুন ভাবনার শৈল্পিক বিন্যাসে মুগ্ধ হলাম।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
আহ !!! চমৎকার!
মুগ্ধতা ছড়ালেন কবিতায়।
অভিনন্দন প্রিয় কবি।
ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
প্রেম এবং বিদ্রোহের দারুণ নান্দনিক উপস্থাপনা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।