ফলতঃ রঙটা অন্য দেখে
- মণি জুয়েল(Moni Jewel)


পূর্বপাড়া'র বেশ কিছু শিক্ষিত ছেলেগুলো
খুব গরমকালে
ইউরো-মল'এ গেছিলো।
তারাই চালু করেছিলো রঙীন চশমা।
বিশেষত এ'পাড়ায় যেখানে আমি!
তারপর কত বয়েছে, ঝরে গেছে
এখনো থেমে যায়নি চুবে আছে...


যদিও এখন তিনভাগে তিনরং!


বলা যায় স্ব'মহিমায় বেশ আছে?
খুব বদলেছে তা না, ঝরে পড়ছে
যখন তখনই, পুড়ছে..দিন-রজনী!
নতুন আরেক-প্রকার ফালতু-অবস্থা!
কিন্তু, যারা পরে ছিলো-
সেই রোদ চশমা,
অনেকে এখনো পরে! শিখছে সদ্যগুলো!


×××04.09.2018-ধুলিয়ান-11:05PM×××


*যদি কোথাও "ইউরো-মল" নামক মল থাকে তবে জানবেন আপনাদের প্রতিষ্ঠানের কথা বলছি-না*