হাল্কা শীত, আকাশের চাঁদ এখন কাস্তের মতোন
স্বভাবতঃই
চাঁদও এখন দক্ষিণে।
ভিড়ে আমি পথে হেঁটে যাচ্ছি
আমার মুখও পশ্চিমে।


সেই থেকে...
'আধুনিক' ঘড়িতে-


'সিক্সটিন ডবলজিরো' যখন থেকে


ওই দিকে
নাকি 'আলোকিত'!


বেশ_অন্ধকার এখন!
ভাসমান_সূর্য, ওদিকেই গেছে
স্বাভাবিক 'যুক্তি'তেই
আলোর দিকে
হেঁটেই যাচ্ছি..,শব কাঁধে শ্মশান যাওয়ার মতোন।#পঁয়তাল্লিশ


আঁধারের প্রমাণ নিয়ে কৃত্রিম আলো জ্বলছে@মণি জুয়েল