হাল্কা শীত, আকাশের চাঁদ এখন কাস্তের মতোন
স্বভাবতঃই
চাঁদও এখন দক্ষিণে।
ভিড়ে আমি পথে হেঁটে যাচ্ছি
আমার মুখও পশ্চিমে।
সেই থেকে...
'আধুনিক' ঘড়িতে-
'সিক্সটিন ডবলজিরো' যখন থেকে
ওই দিকে
নাকি 'আলোকিত'!
বেশ_অন্ধকার এখন!
ভাসমান_সূর্য, ওদিকেই গেছে
স্বাভাবিক 'যুক্তি'তেই
আলোর দিকে
হেঁটেই যাচ্ছি..,শব কাঁধে শ্মশান যাওয়ার মতোন।#পঁয়তাল্লিশ
আঁধারের প্রমাণ নিয়ে কৃত্রিম আলো জ্বলছে@মণি জুয়েল
রূপকে অনেক কথা বলল কবিতা
শুভেচ্ছা কবি।
সুন্দর লেখনী ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবি ।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।
সুপ্রভাত কবি ।
দারুন উপমাতে কবিতা সুন্দর ।
আগামী দিন আরো সুন্দর হোক । রক্তিম শুভেচ্ছা ।
কবিতা খুব সুন্দর 🌺
নতুন করে বলার কিছুই নেই। কেমন আছো জুয়েলভাই? অনেক দিন পরে তোমায় কবিতায় পেলাম। ভালো থেকো।
অন্তহীন শুভকামনা রইল তোমার জন্য।
জীবনমুখী অসাধারণ রূপক কবিতা প্রিয় কবি! চমৎকার ভাবনার প্রকাশ! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুন বাক্যবিন্যাসে চমৎকার রূপক কাব্য।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
অপূর্ব কাব্যশৈলী। ভারী চমৎকার ভাবনা ও উপস্থাপনা ।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
সেই আলোর দিকেই বটে যেতে যেতে একদিন সেই ঘাটে। হাঃ হাঃ হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
অসামান্য লেখনী|অপূর্ব রূপকের আড়ালে
মানব জীবনের অনেক চাপা অনুভূতি ব্যাক্ত করেছেন|
খুব সুন্দর হয়েছে প্রিয় কবি|আমার শুভকামনা রইল|
অসাধারণ রূপকের ব্যবহারে হৃদয়গ্রাহী কাব্যিকতায় অনন্য শব্দচয়নের অনবদ্য সুন্দর কবিতা।। মনের ভেতরে এক তৃপ্তি দিয়ে গেল।।ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
রূপকে, কাব্য, "পঁয়তাল্লিশ", নানা উপমায় কাব্যের শ্রীরূপ বর্ণন, - হৃদয়গ্রাহী সুন্দর কাব্য পেলাম , মুগ্ধ ।
প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা । ভাল থাকুন সদা ।