- মণি জুয়েল(Moni Jewel)


আচ্ছা... কখনও গেছো মেদিনীপুরের সেই গ্রামে,
রোদ্দুর পোড়া, ঘামে ভেজা
ওই যে, গ্রামের যে কালো মহিলাটি'কে নিয়ে
তুমি ক বি তা লিখেছো
অথবা মালদা, মুর্শিদাবাদের মুসলমানদের
ঘিঞ্জি-বস্তিগুলোতে?
না না আমার বলাগুলোর না, কল্পনার না
তোমার কবিতারই সে-ই গ্রাম গুলোতে?
/
আমি দেখতে পাচ্ছিলাম তোমার ব্যথা


সসুন্দর মাকালের মতন, রূপে গুনে
  
তুমি যখন এসিটা একটু বাড়িয়ে দিয়ে-
-
টাইপ কর্ছিলে ওদের কথা, ওদের কান্না।
মনে পড়ছিলো, তোমার সেইবারের ভ্রমণ
মেঠো এঁদো এলাকা
অসুস্থ পরিবেশ ইত্যাদি বলেছিলে পাকুয়ার
ওই নিচুজাতদের অঞ্চল
সে গাঁগুলোর গন্ধ শুঁকতে পাও? মনের কথা
শুনতে পাও,পৌঁছে তোমার-
গাড়ির কাঁচ, বই'র কভার পেজ, মঞ্চ ভেদ করে?


****22.08.2017-ধুলিয়ান- 09:25রাত****