- মণি জুয়েল(Moni Jewel)


হাজার ফুলের গন্ধের মাঝে তোমায় খুঁজে নেওয়ার
যে কি অন্তহীন আত্মীক সুখ
অতঃপর সে একান্তসম্ভোগের যে কি গোপন সুগন্ধ
তা, শুধুমাত্র আমিই জানি! হয়তো, তুমি জেনেছো!
জলাশয়ের ঘন-কচুরিপানা ভেদ করে নীলকমলে
পৌঁছে যাওয়ার কি যে পরমপ্রশান্তি
অতলান্ত-প্রেমময় হৃদয় ছাড়া কজনই বা জানে!
মুরগির সম্ভোগ দেখছিলাম, দুপুরে কিছু আগে
যৌনতায় উদ্ভ্রান্ত মোরগটি ছুটতে ছুটতে এলে,
সুতিক্ষ্ণ তাচ্ছিল্যে
পাখা ঝাপটে মুরগিটি নিজকে বাঁচিয়ে নিলো।


অতঃপর একে একে কয়েকটি তিলি মুরগি...


সদ্যযুবতিরা যেমন উঁচু স্তন, সুডৌল পৃষ্ঠদেশ,
দোল দোল নিতম্বে,
মনের অজান্তে, সুকৌশলের দড়ি'তে মন টানে
তিলিগুলোও ঠিক তেমনই, প্রতক্ষ্য প্রণোদনায়!
কিন্তু সম্ভোগআতুর ওই মোরগটি হামলে পড়েও...
থেমে যায়, নিষ্কাম, ক্লীবের মতোনই!
অতঃপর প্রেমে, মিলনার্ত করুন আহ্বানে, প্রেয়সী
ফিরে এসে দৌড়াতে দৌডা়তে খুলে দিলে স্বর্গদ্বার,
মিলন। ওহ্ ডিয়ার, জেনো, সম্ভোগই ঈশ্বর সাক্ষাৎ
অন্তহীন আত্মিক সুখ সে যে
কোটি কোটি বীর্যানুর মাঝে, নিজেকে খুঁজে নেয়ার।


****21.09.2017 - ধুলিয়ান - 04:15 PM****