- মণি জুয়েল(Moni Jewel)


গোধুলী জমতে শুরু করেছে...
আঁধার ঘন হওয়ার আগেই আগুন
জ্বেলে দেওয়া ভালো
মাটি ফাটতে শুরু করেছে...
চৌচির হবার আগেই জীবন ঢেলে দেওয়া ভালো


হোক না আরেকবার বজ্রপাত, ঝরে যাক কালো
ঘন গুমোট মেঘ,বৃষ্টি হয়ে...
কিছু ভাঙা ডালপালা
আর, ঝরে যাওয়া পাতা, অন্তঃত
জ্বালিয়ে দেবো গুছিয়ে না হয়!


ছাই হয়ে মিশে গেলে মাটিতে
উর্বর হতে পারে এই মাটি, অন্তত
কিছু নতুন উদ্ভিদ তো-
জন্মাতে পারে, সারে সারে...
যারা কেউ চ্যাচাবে না, বলবে না- খেতে পাবেনা


যারা কেউই রচবে না বানোয়াট পুঁথি গাল-গপ্পে!
অনন্ত মুছে যাবে বর্ণ'গুলো
মুছে যাবে ব্রাক্ষ্মণ্যবাদ!
মনুবাদ মুছে যাবে,বৃষ্টি ফোয়ারায়!
আগুন জ্বলতেই শুরু করেছে...


××× 06.04.17- ধুলিয়ান- 02:40দুপুর ×××