- মণি জুয়েল(Moni Jewel)


আস্তে আস্তে দিনের শেষ আলো'টুকু শুষে নিলো,
সাদা টিস্যু পেপারের মতন
পশ্চিম আকাশের ভেসে থাকা শারদ-মেঘগুলো
ধুনোর গন্ধ, শঙ্খের শব্দ, বাইকের হর্ণ,
এক্সস্টের পোড়া কালো ধোয়া, সব মিলেমিশে
এখন সন্ধ্যে নেমে গেছে।
বাইকের হর্ণে স্লোগান দিতে দিতে
একুশ-বাইশের সদ্য'যুবকগুলোর কাফেলা!


খুলে দিয়েছে জানালা পাড়ার নাদুস বউরা২


কেউ চিরুনি করছে, শাড়ির ভাঁজ গোচাচ্ছে।
চুপচাপ বসে দেখছে ও' ছেলেটি!
আমি দেখতে পাচ্ছিলাম
ছেলেটির চোখের সাদাকালো পর্দায় ভাসমান
অতীত, ফেড হয়ে যাওয়া রঙীন চশমা!
খুব ব্যস্ত এখন একদা হাতে রাখা ওই দুটোহাত
নিশির শিশিরে ভিজবে বলে!
বারান্দায় বাংলা সান্ধ্যখবরে চোখ রেখে বাবা মা।


****05.09.2017 - ধুলিয়ান - 07:00PM****