ইলিশের উৎপাদনও নেই তেমন
- মণি জুয়েল(Moni Jewel)


আধুনিক-বাল্বগুলো জ্বেলে দিলে'ই যে
আঁধার নেই এখন
এমন কিন্তু মোটেও নয়
বরং সেই আলোই প্রমাণ-করে
এখানে ঘন আঁধার বিরাজমান
যাইহোক..ছুটেই চলেছে যন্ত্র'-
অনুক্রমে..করণে' অনুকরণে


সবার ফোকাশ পশ্চিমপথে২


অনুক্রমে.. অগ্রজ অনুসরণে
ঘন অন্ধকারে থাকলে যা হয়'
কে' চায় একাকী পথে এগিয়ে-
যেতে, অমূল্য-প্রাণ বাজী ধরে?
সংখ্যা নিশ্চয় বেশী নয়
ঘোর আঁধার যখন!
আঁধারে 'গুম' হয়ে যাবার সম্ভাবনা যে!


×××17.08.2018-ধুলিয়ান-11:35PM×××