- মণি জুয়েল(Moni Jewel)


শ্রাবণের আকাশে পেঁজা-মেঘ দেখলেই,
মাতাল বাতাসের সিরসিরানি
গায়ে ঠেকলেই
মনে পড়ে শরৎের কথা,


মাঠের পর মাঠ কাশ মাড়ানোর কথা।


ভেজা বাঁশপাতার দোল
চোখে পড়লেই
ঝরে পড়া হলদে পাতাগুলো
দেখলে'ই, মনে পড়ে, সেই চলার কথা!
//                  //                //
প্রতি শরৎেই আমিও ফিরে আসি সেই
ঠিক যেমনটি বিগত মরশুমে
ফের ভুলে যাই
বর্ষার কান্না, জৈষ্ঠ ক্ষত-


ভুলে যাই, সঙ্গীহীন হারিয়ে দিয়ে খেই!


তুমি ফের আসো ফিরে
রূপের হেরফেরে
একটা হৃদয় সেই আমাতেই!
বদলায় ঋতু, তুমিও, আমি যে কে সেই!


**19.07.2017-ধুলিয়ান-03:00PM**