- মণি জুয়েল(Moni Jewel)


তিন থেকে চার হয়ে যেতে আর, বেশী দুরে নেই
হবে'ই হবে হতেই হবে কোনও সন্দেহ নেই
গড়ে পড়া রক্ত জমে গেলে'ই-


গড়ে ওঠে ভ্রুণ
অতঃপর দ্বন্দ্ব সংঘাত দ্বন্দ্বে
একদিন কান্না, হাসি, জল ও রক্তের


নিনাদ, জানান দেয় নতুনের!


ভাবতে পারো আহ্ কত সুখ?


সাগর পেরিয়ে সমতল যেমন,অথবা
ছলমরীচিকায় ছুটতে ছুটতে
একবিন্দু জীবন!


সৃষ্টি হওয়া যখন সৃষ্টির কারণ
হতেই হবে হয়ে যাবেই কোনো সন্দেহ নেই
তিন থেকে চার, হয়ে যেতে আর বেশী দেরী নেই!


***16.04.17-ধুলিয়ান-05:00 পি.এম***