ঘামে নেয়ে যাওয়ার পরে, বৃষ্টি ঝরে পড়লো
পথ ভিজেছে
আশে-পাশের ঘাসও
তুমি কি এখনি ঘুমিয়ে যেতে চাও?
আমার কিন্তু ঘুম পাচ্ছে-না
উঠতে হবে
সংগ্রাম' আরও বাকি
এলিয়ে পড়তে চাইছে-না, প্রত্যঙ্গও!
এসো, জেগেই থাকি
লড়তে হবে।
জানি তো; এ খুব সহজ না
কিন্তু, যদি পৃথিবী-কে সবুজ চাও,
তবে এসো, ভিজে নাও
জীবন ডাকছে...।
কতোবারই এমন ঝড়ঝঞ্ঝা হলো আর গেলো।
জেগে থাকি এসো সবুজবিপ্লবের জন্য @মণি জুয়েল
অপার মুগ্ধতা রইল প্রিয় কবি
শুভ কামনা অশেষ....।
অনুপম বিদ্রোহী কাব্যিক নিবেদন। শুভকামনা সতত প্রিয় কবি।
সামনে সবুজের দিন
পিছনে সবুজের ঢেউ
মনের ভিতর সবুজের আনাগোনা
এবার হবে স্বপনের দিন গোনা।
ভালো কবিতা ।
রূপকে অসাধারণ বিদ্রোহী কবিতা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
Wonderful poems..........
কবি অসাধারণ লিখেছেন পাঠে মুগ্ধতা রাশি রাশি রাখিলাম ধন্যবাদ।
খুব সুন্দর কবিতাটি!
বলিষ্ঠ রূপকের সাহসী উচ্চারণে
অভিভূত হলাম প্রিয় কবি,
শুভ কামনা রইল।
অনবদ্য বিদ্রোহী রূপক কবিতা, মুগ্ধতা রেখে গেলাম পাতায়
অভিনন্দন ও শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
"সংগ্রাম আরও বাকি"
মনে ধরা, সুন্দর শৈলীতে দ্রোহ ভাবধারায় সুন্দর কাব্য । মুগ্ধ অশেষ ।
শুভকামনা , জানাই প্রিয়কবিকে ,ভাল থাকুন সদা ।