কখনও সকাল হলে লালই হবে
- মণি জুয়েল(Moni Jewel)


সূর্যটা গড়াতে গড়াতে শেষ-বিকেল' এখন
লাল হয়ে যাওয়ার পূর্বক্ষণ(?)
কিন্তু
লাল না হয়ে, এমনই কত বিকেল
থেকে প্রসব' হয়েছে, গোধূলি'র
ঠিক তেমন'ই, আকাশ এখানে
গোছানো'র শুরু হয়েই গেছে


সব্বাই' ব্যস্ত গুছিয়ে নিতে!২


নিজের আখের, আঁটি, ঘাসে
দামড়াগুলো লাফিয়ে'ই যাচ্ছে
ধীরে ধীরে নেমে এলো, আঁধার
দুরে...আলো'র জন্য হাঁকছে কারা
যেন!
দেবে দিতে বিদ্যুৎএর সুইচ(?)
আচ্ছন্ন এখন আলো, আঁধারিতে ঘন ক্ষপা


×××05.05.2018-ধুলিয়ান-05:00PM×××


।।মণি জুয়েল'এর 'অর্থহীন ডায়েরি থেকে'।।