- মণি জুয়েল (Moni Jewel)


আমার ব্যথা নিয়ে এবার তোমরা হাততালি কুড়াবে
বাসে, ট্রেনে, অফিসে,
মোড়ের চায়ের দোকানগুলো ছেয়ে যাবে আমিতে
ছেয়ে যাবে সোশ্যাল মিডিয়া
প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া
কিন্তু আমার ব্যথাটা, আমার কান্নার লবনগুলো
হয়তো মঞ্চ কেঁপে উঠবে তরঙ্গ খেলানো-
বলায়, অন্তঃঅঙ্গ ভাষায়, উপমায় উৎপ্রেক্ষায়


কিন্তু, আমার এ' অসহনীয় যন্ত্রণা, ব্যথাগুলো২


মুছে দেবে কি, মিটে যাবে কি আর কোনদিন
না কি অতীতে শিখে, চেয়েছো কজনা'ই-
আর ধ্বংস যেন না হয় আমার মতন, হায় হায়
এই সভ্যতার তোমরাই মা তোমরা-
পরিজন, বাবা, দিদি ও দাদা
কেমন,কতটা শিখে, কতটা কেমন শেখালে বলে
এ আমায় শৈশবকালে
কাঁদতে হয় বেদনায় কেন, কেন যন্ত্রণায় কাতরাতে


***02.12.2017-ধুলিয়ান-11:35PM****