- মণি জুয়েল(Moni Jewel)


বেশ বড়সড় একটা কূটনৈতিক লড়াইয়ের পরে।
বেশ বড়সড় একটা তস্করবৃত্তির পরে।
এখন প্রতিবছরই আসে, প্রতিবছরই যায়।
ইতিমধ্যে রচনা হয়ে গেছে, গালগপ্পে সাজানো
অনেকগুলো কেচ্ছা।
বিবরণী কাহীনি, আলোকের অন্ধকার চাদরে
মুড়ে দিয়ে সভ্যতা, ঢেকে দিতে সত্যতা।
অতঃপর পলহায়ের গোলকে বন্দি বসুন্ধরা!


মুরগির বাচ্চাগুলো সুনিয়ন্ত্রিত বেশ আছে!


সংসার গোছাতে মন দিয়েছেন সংসারকর্তা,
মুঠোয় খুদে চাল, ভাঙাগম মাঝে মাঝে
ছিটিয়ে দিয়ে। ছা'গুলো টুঙে টুঙে নিচ্ছে বেশ
ঘুরছে নিশ্চেষ্ট পৃথিবী।
ফোঁকর দিয়ে দেখে নিচ্ছে আকাশের পাখিদের
কত পরাধীনই না তারা, মশগুল ভাবনায়!
অথচ একবার দেখতেও শিখলো না
জাফ্রি বন্দি নিজেকে, আবদ্ধ যাপনের নিজেকে।


***19.09.2017 - ধুলিয়ান - 06:10 PM***


*লালন'এঁর গান থেকে বাক্যাংশ নিয়ে নামকরণ করা হলো। যদিও আমার ভাবের সাথে তাঁর ভাবের পার্থক্য অনেক।