- মণি জুয়েল(Moni Jewel)


অনেকগুলো দিন হয়ে গেলো গ্লাস হাতে নাচি নি!
ওহ্ ডিয়ার...
অনেকদিন আমি হয়ে যাই নি বুল্লেহ্
আর তুমি, তুমি...
উদ্দাম মাদকতার, সম্ভোগের উন্মত্ততার
হর্ষে অনেকদিন নেচে ওঠেনি রাতের এ' নিসর্গ!
এসো, কাম অন.. কাঁপিয়ে দাও আমায়, আজ!
ঘুরতে ঘুরতে আমি হয়ে যাই রুমি, আর তুমি!
তুমি...
সৃষ্টিরা ঘুরতেই থাকুক নিজ কক্ষে, আর আমি
তোমায় ঘিরে, তোমাতে মিশে এক হতে দাও


আজ রফাদফা হয়ে যাক সবই, ঘোরের ঘুর্ণণ-
থেমে যাক আমার, তোমায় বিলীন হয়ে যাই!
ওহ্....
মধ্যরাতে জোৎস্না কিরণে হাতের মদের গ্লাস!
ভদকার গ্লাসে খন্ড বরফের গলে যেতে থাকা!
আর, পয়স্বীনি-প্রণয়ীনি, কোমস তোমার গন্ধ!
ওহ্ মাই লাভ্, ভেজাও, আকন্ঠ আমায়,
খসে যাক যত
আবরণ, আভরণ, প্রাবরণ, পরদা-
সেজদা"য়...।
নিয়ে চলো আমায় অন্তঃহীন সীমানার সীমানায়!


*** 20.11.2017-ধুলিয়ান- 01:10AM***