কিন্তু খিদেও যে ব্যক্তিগত!
- মণি জুয়েল(Moni Jewel)


অত:পর রাষ্ট্র হাত ধরে উঠিয়ে আনলো
মধ্য-যুগ থেকে!
অবিচার অসাম্য থেকে!
তোমাদের আর কে'ই বাঁধে এখন"
ট্রেনে'র কে' ওদের বললো যেন!
তালি'টা আছেই, যেমন ছিলো।
বাদ দে, দশটা টাকা দিবি কি...


আমার খিদে পেয়েছে এখন২


খিদে খিদে...প্রচণ্ড খিদে আহ্...
এর প্রাচীন হয় না মধ্য হয় না।
এ শুধু অধিকার! না, এই নিয়ম!
ভাবছিলেম। চিল্লানে ভেঙে গেলো!
কে ### খালি পেটে,-
আগে খেতে দে"
চুপচাপ শুনছি.., রাষ্ট্র কি কান পাতলো!


×××07.09.2018-ধুলিয়ান-02:19PM×××