- মণি জুয়েল(Moni Jewel)


উত্তরের খোলা জানালা দিয়ে শারদ হিম বাতাসের
সিরসিরানি অনুভব করতে করতে আচ্ছন্ন
আমি অপলক দেখে আছি-
দক্ষিণের খোলা জানালা দিয়ে, ফেলে চলে আসা
বিস্তীর্ণ মাঠ, হাভাতে পাস্তর-প্রান্তর।
উহ্ কি অন্ধকার, কালো একটা রঙ মাখিয়ে সব
ঢেকে দিচ্ছে নিশির তমসতারঙ্গে।
ভিজে গেছে দবুড়ির ডগা, মাথা নামিয়ে দিয়ে
ঝুকে গেছে, হলুদের বুকে লাল, কলা ফুল!


নিয়মিত সান্ধ্য লো ভোল্টেজে ঘরের বাল্ব-


ঢুলুনি খাচ্ছে, আজ, কেমনই এক আলস্যে!
বড় দুইচোখ রাঙিয়ে ন্যাশনাল হাইওয়ে দিয়ে
ছুটে চলেছে সভ্যতার যান'বাহন!
উড়ে যাচ্ছে এরোপ্লেন, লাক্ষণিক, রক্ত-আলোয়
অগ্নি জ্বেলে আকাশের মুক্তবাতাসে।
শিথিল হয়ে গেছে মাটি, শিশিরে ভিজতে ভিজতে
খেলে যাচ্ছে ষদুষ্ণ শিহরণ,
রাতের কান্নায়, ভেজা ভেজা মাটির-গন্ধে।
কিন্তু মনেহয় না ওটা সম্ভোগের, কিম্বা অভ্যুত্থানের!


****13.09.2017 - ধুলিয়ান - 06:00 PM****