কৌমুদীর উন্মুক্ত দ্যুপ্রান্তে
- মণি জুয়েল Moni Jewel


এখনো আচ্ছন্ন আমি, শুনতে পাচ্ছি এখনো
সেই স্তনন
সেই অর্থহীন উচ্চারণ
যা, সু-তীব্র_অনুভূতি'তে পরিপূর্ণ।
আমি ভাবছি না, নাহ্ কল্পনা না
আমি দেখছি.., শুনছি...এখনো
মিলন চাঁদ সাগর নদী মোহনা
                ↓↑
আহ ভিজে যাচ্ছে নীল প্রান্ত!
                ↑↓
সঁপে দিয়ে, আপনাকে, নৌকা-
ভেসেই যাচ্ছে...,তরঙ্গময়তা'য়
চাঁদ, কৌমুদীর উন্মুক্ত-দ্যুপ্রান্তে!
আহ...নিসর্গের স্বর্গীয়-পরিপূর্ণতা।
তার অনাহত উচ্চারণ,
নিগূঢ় শ্বাস-
অন্তেঃ করণে বেজেই যাচ্ছে, শুনছি এখনো।


×××10.07.2019- Dhuliyan -01:43AM×××


নীল= সাগর, প্রান্ত= কিনারা
কৌমুদী= জ্যোৎস্না, দ্যু= আকাশ
অনাহত উচ্চারণ = অনাহত নাদ*।।


*বস্তু তার ভেতরের শক্তির দ্বারা আপনা আপনি কম্পিত হলে এবং তা দ্বারা যে ধ্বনি তৈরি হলে, তাকেই 'অনাহত নাদ' বলে থাকেন গুনীসমাজ। যার সাধারনত অন্যান্য শব্দের মতো সাধারণ কোনো মানে (অর্থ) নেই।