ওরা বলে- আমি না-কি পথের বিপরীতে হাঁটি
ওরা বলে...
ওরা বলে আমি নাকি...
স্রোতের উল্টোদিকে সাঁতার কাটি!
আমি তাই মাঝে মাঝে যাই
কিন্তু নদী কোথায়
যা দেখি বালু-চর দেখি
উঠে যেতে চাই হন্যে পথ খুঁজে বেড়াই
তখন শুধু অরণ্য' দেখি
কিন্তু পথ কোথায়!
হাঁটতেই থাকি...হেঁটেই যাই..
পৌঁছুতে চাই সভ্যতা'র কাছাকাছি
দেখতে পাই- জোনাকি,
ওরা জ্বলে।
ক্রমশ ভেসে আসে 'সভ্যতা'র গন্ধ, আমি হাঁটি
কৃত্রিম আলোর সভ্যতায় তখন ভীষণ রাত@মণি জুয়েল
চমৎকার কাব্যিক প্রকাশ।
কবি মন সভ্যতার আলো খুঁজেফিরে।
ভালো থাকুন।
অনন্য সুন্দর জীবনমুখী লখা। মুগ্ধতা রেখে গেলাম পাতায় প্রিয় কবি।
দারুণ জীবনমুখী-রূপক কাব্য!
সুন্দর লেখনী ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবি
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।
অরণ্যই যেখানে সভ্যতার আধার,
পথের সন্ধান মেলা বড় ভার!
তবু খুঁজে মরি বেকার!
অনেকদিন পর আপনাকে আসরে পেলাম।
আশা করি ভালোই আছেন,
শুভ কামনা রইল
প্রিয় কবি।
কবিতাটি অসাধারণ। একটা বিদ্রোহের সুর সুন্দর ভাবে তুলে ধরেছেন কবি। মুগ্ধতা রইলো।
কিছু অসহ্য, সহ্য হয় না, তাই নিন্দার বোঝা ঘাড়ে ! মুগ্ধ , সুন্দর দ্রোহ কাব্যভাবে ।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময় , শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ।