- মণি জুয়েল(Moni Jewel)


অনেকদিন ন্যাংটো হয়েই ছিলো ওই বৃক্ষগুলো
তারপর কত বাতাস বয়ে গেছে
এদিকে-ওদিকে চলে গেছে কতগুলো পাতা
পাশের গাম্ভাড়গুলো'র নগ্নতাও ধীরে ধীরে
মিটেই গেছে, নতুন নতুন পর্ণের আভরণে
হয়তো সবগুলোতে ফল ফলে না
কিন্তু, কোনওটা কোনওটা গাছে'র পুষ্পে
পথিকের পথে চলাতে বেশ আরামদায়ী


সেজে ওঠেছিলো ফুলে, লাল_শিমুল!


সাথে সাথে কাক'দের কাঁ কাঁ কনসার্ট!


ঝরে পড়ে আছে, লোভনী লোহিতপুষ্প
শুরু হইতেই শুরু হয়েছিলো শুরু ইহার
সেই থেকেই কাউয়াদেরও কাঁ কাঁ
তবে শুধু স্বর'ই, খুঁজে পায় নি সুর কেউই
তাঁহারা ছাড়া। সে স্বরে নেচে যাচ্ছে আজো
কে না জানে, সময়ে দুয়েকটা বালিশ ভরার
তুলো ছাড়া কিছুই নেই এতে
এখন, তবুও কাউয়াগুলো সে'ই ঠোঁকারানোতে!


×××20.02.2018-Dhuliyan-10:45PM×××