- মণি জুয়েল(Moni Jewel)


সম্ভোগের ঠিক আগের মুহুর্তে'র আদুরে বেলায়,
নীল শয্যার নগ্নরমণী ঠিক যেমন ঢংএ
নিজ ভগাষ্ঠে
আতুর সঙ্গী'টির তালু টেনে নিয়ে যেতে যেতে
পুলকিত পুরুষ_অক্ষে মগ্ন'নয়নে চেয়ে থাকে
সবুজোদ্যানের কপোত'গুলো তেমন'টি করে
চেয়ে' বসেছিলো কোনো এক শুভ সম্ভাবনা
বুকে আগলে।
কিন্তু খেয়াল রাখে নি-
মেঝে'তে বিছিয়ে রাখা জালের গিঁরে'গুলো


নিঃশ্ছিদ্র নয় বলেই হয়তো বা হতে পারে!


কিম্বা দেখে হলেও উদারগর্বের স্বকীয়তায়
পাততাই দিতে চায় নি-
খোশ খেয়ালে।
কিন্তু, এখন, শুরু হয়েই গেছে জবাই যখন?
আহা... বড় শান্তিপ্রিয় হে, শুভ্র-কপোতকুল
অন্যে'র ছটপট..ঝাপ্টানোয়, মুখ গুঁজে বসে
এক কোণে ঘেঁষে যেমনটি অর্গ্যাজম'র শেষে
রম্য-রমণী!
কেউ তো বলো হে- কষে লাথ কষতে
কোমর খামচোনো ছেড়ে। ভগন্ধরা রেঙে গেছে!


××× 26.02.2018-ধুলিয়ান-07:25সন্ধ্যে ×××


×এটি একটি রাজনৈতিক লেখা। অশ্লীল কবিতা মনে হলে "বাংলা-কবিতাডটকম" কর্তৃপক্ষ আমার এ লেখা মুছে দিতে পারেন, তাঁদের নিয়ম মেনে×