- মণি জুয়েল(Moni Jewel)


ওইদিক এখন নিশ্চয়ই আলোয় আলোকিত।
হয়তো সকাল হলো,হয়তো ঘুম ভাঙলো!
ঝরে পড়ছে রাতের জমা-শিশিরগুলো
পাতাদের ডগা বেয়ে।
ঘাসের আগায় জমে থাকা বিন্দুতে
খেলছে রঙধনু।
হয়তো গান গাইছে পাখিগুলো
হয়তো উড়ে যাচ্ছে দুই ডানা মেলে
মুক্ত বাতাসে,মুক্তি পেতে মুক্ত আকাশে...


স্ট্রিটলাইটগুলোতে এইদিকে সন্ধ্যে তখন


শেষ শ্রাবণের আকাশটা বড্ডই গুমোট,
মিটে যাচ্ছে ক্রমশ গোধূলির রংটুকু,
বিবর্ণ, ঝিঁঝি রাতের সম্ভাবনায়!
পুচ্ছ-জ্বালানো
জোনাকিগুলো এসেছে ধাঁধিয়ে দিতে
ঘুল্ঘুলির কোন দিয়ে।
জেগে উঠছে স্মৃতিগুলো পুরানাদিনের,
অপলকে দেখে আছি হলুদ-রঙের সিলিং!
একটু বেশী'ই জ্বলজ্বল L.E.D-র আলোতে।


***13.08.2017-ধুলিয়ান-06:45PM***