লিখছি ভুতের আড্ডায় বসে
- মণি জুয়েল(Moni Jewel)


কোথায়, কখন যেন, রক্ত_রঙে সুর্য্য উঠেছিলো
বটেই, দিন তো হই'ই
সেই কেচ্ছায় আসর বেশ জমাট
ঠিক যেমন- ফালতু' দাশরথি-বানোয়াট!
কিন্তু যাইইহোক না কেন
একটা নেশা আছে
কমিউনিস্ট"দের স্বপ্নের-মাদকতা'য়
আফিম'ই আসলে সমস্ত বাদ-টাদ
মাতালরা নিজ'কে সঠিকই ভাবে


সে যাক গে..বেশ জমে উঠেছে!


গল্পের ধ্যানে কখন যে কিভাবে
সায়াহ্ন পার করে, এখন ঘন রাত্র
ভুলেই গেছে, শ্রোতাবৃন্দ,প্রমত্ততায়
ভিজে গেছে সবই
ঘামে, শোনিত ও স্রবণে
শুনতে শুনতে ক্ষুধার্তশ্রাবক ঘুমিয়ে সাঁট!
ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ...
ভাসছে মৃতোপত্যকায়
কোথায়, কখন যেন, রক্ত_রঙে সুর্য্য উঠেছিলো


××× 01.05.2018-ধুলিয়ান-04:05AM ×××


**এ লেখা আসলে কোনো ইজম/মতাদর্শকে খাটো করতে নয়। শুধুমাত্র লিখিয়ে হিসেবে নয়, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি পারি না কোনো মতাদর্শকেই আঘাত করতে। আমি এ লেখা লিখেছি- উন্নত এবং প্রচলিত মতাদর্শগুলোর রাজনৈতিক অপব্যবহারের প্রতিবাদে  ****