- মণি জুয়েল (Moni Jewel)


লোকজন ঘুমিয়ে পড়েছে, আমি হাঁটছিলাম মাঠের-
কোমল মলমল সবুজ ঘাসে
আকাশের তারার আমাকে দেখতেছিলো, আমিও...
আলতো খেয়ালীবাতাসে নিমপাতার দোল
মুক্ত সারসদের পতপত উড়ে যাওয়া
আমি দেখছিলাম
চালু শেয়ালগুলো ডাকছিলো...


কাছেই কবরস্থান, ধরণি, জননী
কতজনকে ধারণ করেছে, ধরে আছে বুকে
জননীর অপত্যস্নেহ! অন্তহীন সে বুকের ভালবাসা!
বাঁশবাগানের মাথায় হাসতে থাকা ওই মুখে
ভাঙা কত ভাঙা গড়ার না সবুত!


কোনো কিছুই ভাবছি না আমি।
শুধু দেখছিলাম।
নির্বিকার, বিচারহীন, শুধু দেখে যাচ্ছি...
দুর থেকে ভেসে আসা শৈশবের বৈভব কান্না
শুনতে শুনতে ফিরে যাচ্ছি সে পথে যে পথে আমি...
ওহ্ সব গুলিয়ে যাচ্ছে যেন
আহ্ এ আমি কোথায় এসেছি,কেন কেন চলেযাবো!


****29.06.2017-Dhuliyan-01:00AM****