- মণি জুয়েল(Moni Jewel)


যে বৃক্ষপানে চেয়ে থেকে থেকে স্নান করতাম
নিজেকে হারাতাম যার কামীন সৌন্দর্যে,
যে শিমুল গাছটিকে নিয়ে কবিতা লিখতাম,
পরনের সব পাতা ঝরে যাবার পর
যাকে এ দুচোখ দিয়ে মন ভরে দেখতাম,
চৌদ্দ দিনের জোৎস্নার কোমস-আলোয়
খোলা শরীরে সদ্য গজানো
কিশোরীয় ফলগুলো হা..করে দেখতাম


ছুড়ে দেয়া লাল চুমু কুড়োতে কুড়োতে-


রেঙে উঠতো আমার ফ্যাকাশে এ মনন
যৌবনে কেঁপে উঠতো অন্তর
যার বেখেয়ালী-শুভ্র ভেসে যাওয়া দেখে
বাউলমনা বিহ্বল আমি, কবি হয়ে যেতাম
আজ শরৎএ, নীল সাদা শাড়িতে
সবুজ হাসতে দেখে দুজন'ই ভিজে গেলাম!
কত শত কাঁটার আঘাত না সয়েছিলাম
দুই'য়ে মিশে যেতে! আজ ফের জেগে গেলো।


***12.09.2017 - ধুলিয়ান - 06:15 PM***