মোহনায় চাঁদ হাসলেই
- মণি জুয়েল Moni Jewel


মাঝবরাবর চলতেই থাকি, চলতে থাকি...
গুল্ম-পথে।
না, শুধু সীমা' না
সীমান্তে আমাকে পৌঁছুতেই হবে!
কেউ না জানুক, বৃন্দা তুমি তো...
তুমি তো জানো,- আমি জানি।
আহা...ওই বাজম-এ-রিনদা!


কাওছার স্নিগ্ধ তার নির্মলতা২


ঝরে পড়ুক, শূন্যস্রবণ থেকে!
পাড় ভেঙে ভেসেই যাক, নদী।
মোহনা-য় চাঁদ হাসলেই রজনী!
অতঃপর নীরবতার কথোপ্কথনে-
ডেকেই নাও_না
অভিষ্যন্দে
মাঝবরাবর চলতেই থাকি, চলতে থাকি...


।অভিষ্যন্দে=সীমা অতিক্রম' অর্থে পড়ুন।