- মণি জুয়েল(Moni Jewel)


অতঃপর অনেকগুলো রক্তের বিনিময়ে এলো!
অনেকগুলো জীবনের প্রাণবন্ত মৃত্যুতে এলো!
কি এলো না এলো ওসব থাক
পনের'ই আগস্টের দিন এই গানটা খুব বাজে
পর্দা ফাটায় লুটেরাদের মঞ্চ থেকে
জো শহীদ হুয়ে হে উনকি যরা ইয়াদ করো
কুরবানি,-লতাজির কন্ঠে
আজও শুনতে পাচ্ছি যেন, রকমফেরে!


টুপ্পু চাচা পানিকে জল বলতে চায়তো না


তখন আমরাও হিন্দি বুঝতাম না তেমন
শুনতাম চুপ থেকে থেকে
ভুলভাল কি ঠিক বলতো বুঝতাম না যদিও
হাত নেড়ে মাথা ঝুকিয়ে ব্যাখ্যা করে
বলেছিলো যারা শহিদ হয়েছে মরেছে তাঁদের
স্মৃতিগুলোকে কুরবানী করতে¿
তারপর কত বহাশ কত তক্ক কত মোল্লাগোল!
গোল গোল ঘুরে আজ ফের মনে পড়ে গেলো!


***02.09.2017-Dhuliyan-05:55PM***