মুখোশের পেছনের অনুযাত্রা
- মণি জুয়েল(Moni Jewel)


ব্যাঁ ব্যাঁ করেই যাচ্ছে খাসি-পাঁঠি-বকরিগুলো
দীর্ঘক্ষণ।
নতুন নয় দীর্ঘদিন বলা যায়
খুব স্বাভাবিক। স্বাভাবিক না, তা না।
বাঁশের_জঞ্জাল'গুলো সাফ করবে-
বলে, কারা আগুন লাগাতে গিয়ে
বিস্তৃত প্রান্তর'ও পুড়িয়ে দিয়েছে
ঝলসে গিয়েছে কচি কচি পাতা


আল-ধারের তৃণ পুড়ে গেছে!


স্বাভাবিকভাবেই খুব দাপাদাপি
চিল্লানে, কেউ ছন্দ' খুঁজে পাচ্ছে
নাদ নাদে অনেক দুর থেকে শুনে
মেডিটেশনে মাতোয়ারা স-চেতন!
খুব স্বাভাবিক। স্বাভাবিক না, তা না!
নতুন নয় দীর্ঘদিন বলা যায়
অনুযাতে(!)-
আগুন জ্বেলে মুখোশে ওরা। কারা ওরাগুলো!


×××16.05.2018-ধুলিয়ান-02:00PM×××


খাসি=অন্ডোকোষহীন পাঁঠা
পাঁঠি= কুমারী(সন্তান দেয় নি) এমন স্ত্রীছাগল
বকরি= সন্তান দিয়েছে এমন স্ত্রীছাগল
*তিনটে শব্দই স্থানীয়*