মুক্ত হলে শূন্যে চাঁদ হাসতেই পারে
- মণি জুয়েল(Moni Jewel)


একে একে খসে পড়ছে ঘন কজ্জলাবরণ।
আভরণ মুক্ত-
হয়ে যাবেই কিছু পরে।
ক্রমশ গড়িয়ে যাচ্ছে পানি নিম্নদেশে!
এ যেন ম্যায়কাদা' আমার পরিবেশ
নিঃসঙ্গ নিভৃতে ভিজে যাচ্ছি..আমি
অন্তঃউষ্ণতায়!
নদী'তে ভাসতে মন চাইছে খু..ব
মনেহচ্ছে নিজেকে মিশিয়ে দিই!


প্রবাহের প্রতি বিন্দুতে বিন্দুতে!২


মিশে গিয়ে হারাই ওই মোহনায়
কিম্বা, ভেসে যাক নাও' ঠিকানায়
ভেদ করুক দাঁড়-
স্রোতস্বিনী'র কুলকুল_স্রোত-ধারা
মত্ত_উত্তাল-তরঙ্গে' আছড়ে, তরণী
হারিয়ে দিক-না' নিজেকে, অবশেষে!
হয়ে যাবেই কিছু পরে-
নিঃসঙ্গের মুক্তি!
মেরিন্দা, প্রশান্তঅতলান্তে হারালে যেমন!


* কজ্জলাবরণ="মেঘ" পড়বেন পাঠক-পাঠিকা
*মেরিন্দা=বিন্দু/ক্ষুদ্র ধারক


×××08.08.2018-ধুলিয়ান-10:00PM×××