নাও তার নইকায়
- মণি জুয়েল(Moni Jewel)


ওহ্ ক্রমশ:ই খসে পড়েছে ঘন আবরণ।
ক্রমশঃই...
সরে যাচ্ছে সব
উদোম কলেবর, পুরোটাই কামী!
উত্তপ্ত হচ্ছি, ওঃ হৃদয়-আমার...
ভেজাও ভেজাও, ওহ্ ডিয়ার!
ভাসিয়ে দাও, রশ্মিময়তায়!


নাও! ডুবুক, তব নইকায়২


হারিয়ে দাও, ওই মোহনায়!
যেখানে নদী, শেষ হয়ে যায়!
নেশা হচ্ছে ক্রমশঃই...আমার-
সমগ্র থরথর, দুলছে নীলযামিনী!
ভুলে যাচ্ছি সব
জ্যোৎস্নায়
ওহ্ ক্রমশঃই খুলে যাচ্ছে গিরের বাঁধন।


×××10.09.2018-ধুলিয়ান-10:07PM×××


#তোমারামার কিছু অর্থহীন কথোপকথন


।।ঘন= মেঘ, কামী=চাঁদ, নইকায়=স্রোতময় বিশাল ধারণ সক্ষম যে/যা।।